জিপি মিনিট অফার দেখার কোড ২০২৫

প্রিয় জিপি সিম ব্যবহারকারীরা আপনারা কি জিপি মিনিট অফার দেখার কোড সম্পর্কে জানতে চান, তাহলে এখনই আজকের পুরো আর্টিকেলের মাধ্যমে গ্রামীন সিমের মিনিট অফার দেখার কোড গুলো জেনে নিন। যদি মিনিট ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই মিনিট কেনার জন্য মাই জিপি অ্যাপ অথবা কোড ডায়াল করে মিনিট অফার গুলো দেখতে পারেন। জিপি সিমের মিনিট অফার বিভিন্নভাবে চেক করা যায় তা আমরা আর্টিকেলটিতে দেখে দেবো। 

জিপি মিনিট অফার ২০২৫-২০২৬ 

বর্তমানে বাংলাদেশে জিপি সিম ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি। আর সকলেই জিপি সিম ব্যবহার করেই একে অপরের সাথে কথা বলে থাকে। কথা বলার জন্য জিপি সিমের ব্যালেন্স দিয়ে সরাসরি কথা বলতে পারবেন। পাশাপাশি মিনিট কিনেও কথা বলা যায়।

আরো পড়ুনঃ ১০ টাকায় ৪০ মিনিট জিপি 

আরো পড়ুনঃ এয়ারটেল ব্যালেন্স চেক ও এয়ারটেল মিনিট চেক কোড

জিপি সিমের মিনিট প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে। তারা বিভিন্ন সময়ে আকর্ষণীয় মিনিট অফার গ্রাহকদের প্রদান করে থাকে। যারা মূলত মিনিট কিনে ব্যবহার করেন তাদের অবশ্যই জিপি মিনিট অফার দেখার কোড জানতে হবে, আর এই বিষয়টি আমরা আর্টিকেলের বিস্তারিত আলোচনা করব। তবে এখন আমরা জিপি সিমের কিছু মিনিট অফার গুলো সম্পর্কে জানাবো। 

  • ৫ জিবি + ১২০ মিনিট ৭ দিন মেয়াদের অফারটি পাচ্ছেন মাত্র ৩১৮ টাকায়। ইন্টারনেট প্যাক সহ এই মিনিট অফারটি নেয়ার ইউএসএসডি কোড হল *১২১*৩০৮# । 
  • ৩৬০ মিনিট জিপি অফারটি শুধুমাত্র জিপি সিম ব্যবহারকারী নিতে পারবে। ৩৬০ মিনিট ২২৯ টাকায় মেয়াদ ৭ দিন অফারটি নিতে ডায়াল করুন *১২১*২২৯# । 
  • ২২৮ টাকায় ২৮ দিন মেয়াদ ২৩০ মিনিট জিপি অফারটি সকল গ্রামীন ফোন গ্রাহক নিতে পারবেন। এই অফারটি সরাসরি মাই জিপি অ্যাপ থেকে নেওয়া যাবে। তবে অফারটি নিতে ডায়াল করুন *121*228#। 
  • ১৬০ মিনিট জিপি অফারটি নিন মাত্র ১২৮ টাকায়। এই অফারের মেয়াদ ৭ দিন। আর অফারটি নিতে মোবাইলের ডায়াল প্যাড এ গিয়ে জিপি ইউএসএসডি *121*128# কোড ডায়াল করুন। 
  • ১৩০ মিনিট জিপি অফারটি ১০৯ টাকায় নেওয়া যাবে। আর এই অফারটির মেয়াদ মাত্র পাঁচ দিন। অফারটি নিতে সরাসরি মাই জিপি অ্যাপ এ ভিজিট করুন অথবা *১২১*১০৯# ডায়াল করুন। 
  • ৯৫০ মিনিট জিপি অফারটির মূল্য ৬৩৯ টাকা। আর এই অফারটির মেয়াদ থাকবে ৩০ দিন। অফারটি নিতে ডায়াল করুন *১২১*৬৩৯#। 
  • ৪১৯ টাকায় ৬২০ মিনিট জিপি ৩০ দিন মেয়দের অফারটি নিতে ডায়াল করুন *১২১*৪১৯#। 
আরো পড়ুনঃ  ২০২৫ সালে নগদ একাউন্ট খুললে কত টাকা বোনাস পাওয়া যায়?

উল্লেখিত সকল অফার গুলো আপনি কোড ডায়াল করা ছাড়াও সরাসরি মাই জিপি অ্যাপ ব্যবহার করে কিনতে পারবেন। তাই ফোনে মাই জিপি অ্যাপ ইনস্টল রাখুন সহজেই মিনিট অফার গুলো দেখে শুনে কিনে উপভোগ করতে পারবেন। এছাড়াও আপনারা চাইলে গ্রামীণফোনের অফিসিয়াল সাইটে গিয়ে নিজের নম্বর দিয়ে অ্যাকাউন্ট লগইন করে অফার গুলো ক্রয় করা যাবে।

অ্যাপ ব্যবহার করে জিপি মিনিট অফার চেক 

জিপি মিনিট অফার দেখার কোড জানার পূর্বে অবশ্যই অ্যাপ ব্যবহার করে জিপি মিনিট অফার চেক করার পদ্ধতি জানতে হবে। কারণ মাই জিপি অ্যাপ থাকলে সহজেই জিপি সিমের সকল অফার গুলো দেখা যায়। এজন্য আমরা এই সহজ পদ্ধতিতে আগে আলোচনা করলাম। 

  • সর্বপ্রথম মোবাইল ফোনে গুগল প্লে স্টোরে যাবেন।
  • এরপর সার্চ বারে গিয়ে MY gp app লিখে সার্চ করুন এবং অ্যাপ ইনস্টল করে নিন। 
  • স্মার্টফোনে অ্যাপটি ইন্সটল হয়ে গেলে আপনার নিজের জিপি সিমের নাম্বার দিয়ে একাউন্ট লগইন করুন।
  • অ্যাকাউন্ট লগইনের সময় সিমে ওটিপি কোড আসতে পারে। সেই ওটিপি কোড বসিয়ে একাউন্টটি লগইন করুন।
  • এবার মাই জিপি অ্যাপ লগিন হয়ে গেলে নিচের দিকে offers নামক একটি অপশন পাবেন। সেখানে ক্লিক করুন। নিম্নে ছবির মাধ্যমে বোঝানো হলোঃ 
জিপি মিনিট অফার দেখার কোড
জিপি মিনিট অফার দেখার কোড
  • দেখতেই পাচ্ছেন আমরা ছবিতে সুন্দরভাবে লাল চিহ্ন দিয়ে অপশনটি দেখিয়ে দিয়েছি। সেই মাই অফার অপশনটিতে ক্লিক করুন। 
  • এখন আপনার সামনে অনেকগুলো অপশন আসবে, যেখানে আপনি ইন্টারনেট অফার দেখার অপশন পাবেন , মিনিট কেনার অপশন পাবেন , মিনিট অফার দেখার অপশন পাবেন , sms অফার দেখার অপশন পাবেন আরো অন্যান্য অপশন থাকবে।
  • এই অপশন গুলোর মধ্য থেকে আপনাকে Minutes অপশনটিতে ক্লিক করতে হবে। নিচে ছবির মাধ্যমে দেখানো হলোঃ
জিপি মিনিট অফার দেখার কোড
জিপি মিনিট অফার দেখার কোড
  • মিনিট অপশনটিতে ক্লিক করলেই সকল ধরনের মিনিট অফার গুলো আপনি দেখতে পারবেন। 
  • আপনার নিজের জিপি সিমে যত মিনিট অফার রয়েছে সকল অফার গুলো সেখানে দেখা যাবে।
  • অফার কেনার জন্য আপনার পছন্দের অফার বেছে নিয়ে “Buy Now” ক্লিক করুন।
  • পেমেন্ট সম্পন্ন হলে আপনার সিমের মূল ব্যালেন্স থেকে টাকা কেটে নেওয়া হবে। 
আরো পড়ুনঃ  স্কিটো সিমের ব্যালেন্স চেক ২০২৫-স্কিটো সিমের অফার দেখার কোড

আশা করছি সকলে বুঝতে পারছেন কিভাবে মাই জিপি অ্যাপ ব্যবহার করে মিনিট অফার চেক করতে হয়। আমরা ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। ছবির মাধ্যমে দেখিয়ে দিয়েছি কোন অপশনে গিয়ে মিনিট অফার দেখা যায়। কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন।

জিপি মিনিট অফার দেখার কোড 

২০২৫ সালে এসে আপনারা কিন্তু সহজেই ইউএসএসডি কোড ডায়াল করে জিপি মিনিট অফার গুলো দেখে নিতে পারেন। এটা খুবই সোজা আপনি ইন্টারনেট ছাড়াই মিনিট অফার গুলো দেখতে পারবেন। গ্রামীণফোনের মাই জিপি অ্যাপ ব্যবহার করে মিনিট দেখতে হলে ইন্টারনেট সংযোগ এর প্রয়োজন হয়।

তবে যাদের ফোনে সচরাচর ইন্টারনেট থাকে না অথবা বাটন ফোন ব্যবহার করেন তারা কিন্তু জিপি সিমের নির্দিষ্ট ইউএসএসডি কোড ডায়াল করে মিনিট অফারসহ অন্যান্য ইন্টারনেট ব্যালেন্স অফার গুলো চেক করে নিতে পারেন। জিপি মিনিট অফার দেখার দুইটি কোড রয়েছে।

তবে আপনি সরাসরি জিপি মিনিট অফার দেখতে চাইলে ডায়াল করুন *121*4# । আর জিপি মিনিট অফার দেখার আরেকটি কোড হল *121#। এই কোডটি ডায়াল করেও গ্রামীন সিমের মিনিট অফার গুলো দেখা যাবে। 

সুতরাং জিপি মিনিট অফার দেখার কোড হলোঃ *121*4#

জিপি মিনিট অফার কেনার পদ্ধতি (ইউএসএসডি কোড)

যদি আপনি ইউএসএসডি কোড ডায়াল করে জিপি সিমে মিনিট অফার নিতে চান তাহলে কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে। নিম্নে পদ্ধতিটি অনুসরণ করুন।

  • প্রথমে স্মার্টফোন অথবা বাটন ফোনের ডায়াল প্যাডে যান এবং *121*4# ইউএসএসডি কোড ডায়াল করুন। 
  • এই কোড ডায়াল করলে জিপি সিমের মিনিট প্যাকেজ গুলো দেখা যায় এবং প্যাকেজ সিলেক্ট করে কেনা যায়।
  • এখন আপনি কোন মিনিট অফারটি নিতে যাচ্ছেন সেটি নির্বাচন করুন। মিনিট অফার গুলো সাধারণত লিস্ট আকারে নম্বরসহ দেখানো হয়। 
  • আপনার প্রয়োজনীয় মিনিট অফারটি নির্বাচন করে মিনিট অফার কত নাম্বারে রয়েছে সেই নম্বরটি লিখে সেন্ড বাটনে ক্লিক করুন।
  • তাহলে আপনার মিনিট অফারটি কেনা হয়ে যাবে। 
আরো পড়ুনঃ  ডাচ বাংলা ব্যাংক রকেট কাস্টমার কেয়ারে লাইভ চ্যাট করার নিয়ম

জিপি সিমে রিচার্জ করে মিনিট অফার কেনা

প্রিয় বন্ধুরা আপনারা কি জানেন গ্রামীণফোন সিমে কিন্তু সরাসরি নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স রিচার্জ করেও মিনিট অফার কেনা যায়। যেমনঃ

  • জিপি সিমে সরাসরি ১০৯ টাকা রিচার্জ করলেই পাচ্ছেন ১৩০ মিনিট। 
  • এছাড়াও ২২৯ টাকা রিচার্জ = ৩৬০ মিনিট পাওয়া যাচ্ছে।

আপনি সরাসরি সিমে নির্দিষ্ট ব্যালেন্স রিচার্জ করলেই অফার অ্যাক্টিভেট হয়ে যাবে। এভাবে রিচার্জ করে জিপি সিম সহ অন্যান্য সিমেও মিনিট প্যাকেজগুলো ক্রয় করা যায়।

অফিসিয়াল ওয়েবসাইট থেকে মিনিট অফার কেনার উপায়

  • সরাসরি জিপি সিমের অফিশিয়াল সাইটে যান। জিপি সিমের অফিসিয়াল সাইট https://www.grameenphone.com। 
  • আপনি চাইলে নাম্বার দিয়ে লগইন করে মাই অফার গুলো চেক করতে পারেন।
  • তবে আপনি যেহেতু সরাসরি মিনিট কিনবেন। সেক্ষেত্রে আপনার মিনিট অফারটি বেছে নিন।
  • এখন সাবস্ক্রিপশন বোতামে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন।

কোন কিছু বুঝে না থাকলে আমাদের জানাতে পারেন অথবা gp সিমের অফিসিয়াল সাইটে কাস্টমার সাপোর্টের সাথে লাইভ চ্যাট করে সমাধান নিতে পারেন। 

জিপি মিনিট ব্যালেন্স চেক কোড

জিপি সিমে মিনিট ব্যালেন্স চেক করার জন্য তাদের নির্দিষ্ট ইউএসএসডি কোড রয়েছে। আপনি সেই কোড ডায়াল করে সরাসরি কত মিনিট অবশিষ্ট রয়েছে তা চেক করে নিতে পারেন। জিপি মিনিট ব্যালেন্স চেক করার কোড হল *121*1*2#। 

এই কোড ডায়াল করার পর আপনার অবশিষ্ট মিনিট, মেয়াদ এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য একটি SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

শেষ কথা

আজকের সম্পূর্ণ আর্টিকেলে আমরা জিপি মিনিট অফার দেখার কোড ও জিপি সিমে কিভাবে মিনিট অফার গুলো কিনবেন তার উপায় গুলো সঠিকভাবে জানানোর চেষ্টা করেছি। জিপি সিমে কিন্তু সহজেই মিনিট প্যাকেজ গুলো ক্রয় করা যায়। পাশাপাশি আপনি ইউএসডি কোড ডায়াল করেও জিপি মিনিট ব্যালেন্স চেক করে নিতে পারেন।

আজকে নিবন্ধনে আমরা জিপি মিনিট অফার গুলো সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছি। বর্তমানে ২০২৫ সালে এসে কোন কোন মিনিট অফার নিতে পারেন তা দেখানো চেষ্টা করেছি। যদি আপনার কোন সমস্যা থাকে বা কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানান। আর সিম সম্পর্কিত কোনো সমস্যা থাকলে সরাসরি জিপি সিমের কাস্টমার সার্ভিসে যোগাযোগ করুন। 

1 thought on “জিপি মিনিট অফার দেখার কোড ২০২৫”

Leave a Comment